নিজস্ব প্রতিবেদক গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ২০২৫-২৬ সেশন এর জন্য গঠন করা হয়েছে , কমিটি তে হাফেজ মাওলানা ইব্রাহিম খলিলকে সভাপতি ও হাফেজ রুমান কে সেক্রেটারি করে, ১৪ জুন শনিবার এই কমিটি গঠন করা হয়, দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায়, কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল আমিন খান সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়াকৈর উপজেলা শাখা, মাওলানা আব্দুল মজিদ সুলতানি সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌচাক ইউনিয়ন শাখা, হাসান বেপারী ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌচাক ইউনিয়ন শাখা, হাফেজ মাওলানা আবু ইউসুফ খান প্রিন্সিপাল দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, এছাড়াও কালিয়াকৈর উপজেলা ও মৌচাক ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন, এ সময় বক্তারা সংক্ষিপ্ত বক্তবে বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ঐক্যবদ্ধ ও পরিচ্ছন্ন সমাজ বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক দেশ ঘড়ার লক্ষ্যে কাজ করে আসছে,শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানুষের নের্জ্য অধিকার দুর্নীতি মাদক নেশা সুদ ঘুষ চাঁদা মুক্ত , একটি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নতুন কমিটি কে অভিনন্দন জানিয়ে দলের নিয়মাবলী শৃঙ্খলা মেনে চলে, দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন, নতুন কমিটি শপথ বাক্য পাঠ করান, ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় নতুন কমিটি গঠন অনুষ্ঠান।