নিজস্ব প্রতিবেদক গাজীপুর কালিয়াকৈর উপজেলা বিএনপির ৪১ সদস্য আহবায়ক কমিটি গঠন করেছে জেলা আহ্বায়ক কমিটি। ওই কমিটিতে ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করা হয়নি, যারা আওয়ামী লীগ সরকারের আমলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপি কে ভালোবেসে। বিভিন্ন ভাবে হামলা মামলা জেল জুলুম নির্যাতন এর শিকার হয়েছেন কিন্তু বিএনপি নামক দল থেকে পিছু হটেন নি। দলকে ভালোবেসে সকল বাধা বিপত্তি কে উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। কিন্তু কালিয়াকৈর উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটিতে তাদেরকে মূল্যায়ন করা হয়নি, এতে তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে খুবে ফেটে পড়েছে নেতাকর্মীরা। কালিয়াকৈর উপজেলা বিএনপি'র আহ্বায়ক নতুন কমিটি ঘোষণা কে কেন্দ্র করে হয়েছে সংঘর্ষ সংঘাত মামলা আটক। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ডে, কালিয়াকৈর উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল এর নেতৃত্বে এক শান্তি পুর্ন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের এর আয়োজন করা হয়। প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে হাজার হাজার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন ,এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল বলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে এতে ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়িত হয়নি। আমি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক বার হামলা মামলার শিকার হয়েছি, আমি আমার মায়ের জানাযাও পরতে পারিনি। তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদেরকে আগলে রেখে সকল বাধা বিপত্তি কে উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছি। কিন্তু আজকে কালিয়াকৈর উপজেলা বিএনপির যে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে , এটা দেখে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই কমিটিতে যাদের নাম দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেকেই আছেন, বিগত দিনগুলিতে কেন্দ্র ঘোষিত কোন আন্দোলনে সংগ্রামে কখনো অংশগ্রহণ করেননি ১৭ বছর কোন আন্দোলন সংগ্রামে রাজপথে তাদেরকে দেখা যায়নি, তাদের নামে থানায় কোন মামলা তো দূরের কথা কোন অভিযোগও ছিলো না , আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ এর নেতাকর্মীদের সাথে লেয়াজু করে চালিয়েছেন বিভিন্ন ব্যবসা-বাণিজ্য নিয়েছেন নানা সুযোগ-সুবিধা,কখনো কোন সময় হামলা মামলার শিকার হননি অথচ আজকে তারা কমিটি তে আছেন। এ সময় তিনি বিএনপি'র সকল পর্যায়ে নেতা কর্মীদেরকে সংঘাত সহিংসতা না করে শান্ত থাকার কথা বলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির ঘোষিত আহ্বায়ক কমিটি কে পুনরায় সুবিবেচনা করে ত্যাগী নেতা কর্মীদের কে মূল্যায়ন করার জন্য দলীয় হাই কমান্ড এর কাছে বিনীত অনুরোধ জানান। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে কালিয়াকৈর বিএনপি'র ঐক্যবদ্ধ শক্তিকে সকলে মিলে এগিয়ে নেয়ার লক্ষে কাজ প্রত্যয় ব্যক্ত করেন । বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়ন বিএনপি'র সাবেক সহ- সভাপতি এম এ করিম, মৌচাক ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি এস এম রিপন, মৌচাক ৭ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান, উপজেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি মুসলিম উদ্দিন, মৌচাক ইউনিয়ন বিএনপি'র সাবেক যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম, গাজীপুর জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক আইয়ুব আলী, মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।