গাজীপুর প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন মাসুদ
গাজীপুর কালিয়াকৈরে বিএনপি'র ঐক্যের সমাবেশ , নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ২২ জুন কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদ এর সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐক্যের সমাবেশে সম্প্রতি কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা কে কেন্দ্র করে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে । কমিটিত ত্যাগী নেতা কর্মীদের কে মুলায়ন না করায়, হতাশা প্রকাশ করেন নেতাকর্মীরা এবং এই কমিটি বাতিল করে, দলের দুঃসময়ে হামলা মামলা জেল জুলুম নির্যাতনের শিকার ত্যাগী নির্যাতিত নেতা কর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি ঘোষণা দাবি জানান, দলীয় হাইকমান্ডের কাছে । গাজীপুর কালিয়াকৈরে বিএনপির ঐক্যের সমাবেশ ও নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য দের নবায়ন কর্মসুচী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী সায়েদুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, এসময় প্রধান অতিথির বক্তব্যে, কাজী সাইয়েদুল আলম বাবুল, নেতাকর্মীদেরকে কোন ধরনের সহিংসতা সংঘাত না করে শান্ত থাকার কথা বলেন, এবং খুব শীঘ্রই সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে, কালিয়াকৈর আহ্বায়ক কমিটি ঘোষণা কে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে যে অসন্তোষ দেখা দিয়েছে তা সমাধানের আশ্বাস দেন। এসময় আরো বক্তব্য রাখেন হুমায়ূন কবির খান, সহ শ্রম বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, বক্তব্য রাখেন মজিবুর রহমান, সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি, বক্তব্য রাখেন হেলাল উদ্দিন সাবেক সভাপতি কালিয়াকৈর উপজেলা বিএনপি, এ সময় আরো উপস্থিত ছিলেন এডভোকেট কামরুজ্জামান কামরুল, সাবেক সাংগঠনিক সম্পাদক কালিয়াকৈর উপজেলা বিএনপি, সাইজুদ্দিন আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কালিয়াকৈর পৌর বিএনপি। এ ছাড়াও বিএনপির ঐক্যের সমাবেশে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।