গাজীপুর প্রতিনিধি
শেখ ফরিদ উদ্দিন মাসুদ
গাজীপুর কালিয়াকৈর উপজেলার সফিপুরে অটো রিকশা চালকের উপর হামলার প্রতিবাদে। কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক ও বাজার সমিতির সাবেক সভাপতি মো: মাহমুদ সরকারের বিরুদ্ধে আজ (শনিবার) বিক্ষোভ মিছিল করেছে অটো রিকশা চালক শ্রমিক জনতা, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর, এই ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে শতাধিক অটোরিকশা চালক ও স্থানীয় জনগণ অংশ নেন। বিক্ষোভ কারীরা সফিপুর ফ্লাইওভারসংলগ্ন বাজার মোড়ে জড়ো হয়ে 'দুর্নীতি বাজের বিচার চাই' শ্রমিক নির্যাতন বন্ধ কর'—ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সফিপুর বাজার সমিতির সাবেক সভাপতি মো: মাহমুদ সরকার কর্তৃক দিনমজুর, অটো রিকশা চালক শ্রমিকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে প্রতিবাদকারীদের একজন বলেন,
শ্রমজীবী মানুষকে অন্যায়ভাবে মারধর করে, ক্ষমতার দাপট দেখিয়ে কেউ পার পাবে না। আমরা এই অন্যায়ের বিচার চাই।
অনেক অটোরিকশা চালক দাবি করেন, মাহমুদ সরকার তার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই বাজার ও অটোরিকশা চালকদের উপর আধিপত্য বজায় রাখছেন। এ বিষয়ে মাহমুদ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ মহল বিষয়টিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেই দাবি করছে।
কালিয়াকৈর থানার ওসি জানান,
এ ধরনের কোনো অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করব।