শেখ ফরিদ উদ্দিন মাসুদ
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর চান্দনা চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে জিএমপি ট্রাফিক সপ্তাহ -২৪-৮-২০২৫আগষ্ট, এর শুভ উদ্বোধন এবং এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত ট্রাফিক সপ্তাহ উদ্বোধন এবং প্রেস ব্রিফিং করেন ড.মোঃ নাজমুল করিম খান, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর।
উক্ত প্রেস ব্রিফিং এ সম্মানিত কমিশনার মহোদয় তার বক্তব্যে বলেন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। তিনি জনগণকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান । ট্রাফিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বডি অন ক্যামেরা ব্যবহার করছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান,বিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।