শেখ ফরিদ উদ্দিন মাসুদ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে খুন হওয়া
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্ত্রী ফরিদা বেগম ও ছোট সন্তান ফাহিমের সঙ্গে দেখা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তিনি নিহতের পরিবারের সঙ্গে সময় কাটান, তাঁদের সান্ত্বনা দেন এবং হত্যার সর্বোচ্চ বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
সাক্ষাতের সময় নিহত সাংবাদিক তুহিনের কর্মস্থল দৈনিক প্রতিদিনের কাগজ-এর সম্পাদক খায়রুল আলম রফিক ও বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আলী আবিরও উপস্থিত ছিলেন। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে দ্রুত বিচার দাবি জানালে উপদেষ্টা আশ্বাস দেন যে, এ মামলায় কোনো ধরনের গাফিলতি হবে না বলে জানান ও তুহিনের ছোট ছেলেকে ফাহিম কে কোলে নিয়ে আদর করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা।