জনগণের শক্তিতে মুখরিত কালিয়াকৈর: বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
শেখ ফরিদ উদ্দিন মাসুদ
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর, কালিয়াকৈরে -৩ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত হলো এক বিশাল মিছিল, বর্ণাঢ্য র্যালি ও মহাসমাবেশ। সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে এসে জমায়েত হন। জনসমুদ্রে রূপ নেয় কালিয়াকৈর পৌর এলাকা। চারদিকে ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক, জনগণের অধিকার ফিরিয়ে দাও’—এমন স্লোগানে মুখরিত পরিবেশ।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের উচ্ছ্বাসে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। উপস্থিত জনগণের দৃঢ় শপথ—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সর্বশক্তি নিয়োগ করবেন তারা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল। তিনি বলেন, “দেশে আজ গণতন্ত্র বন্দি, মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সেই লড়াই আজও চলমান। জনগণকে সঙ্গে নিয়ে আমরা আবারও গণতন্ত্র পুনরুদ্ধার করবো।”
প্রধান বক্তা বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক জনাব হুমায়ুন কবির খান বলেন, “এই দমন-পীড়ন আর অবৈধ শাসন বেশিদিন টিকবে না। জনগণের শক্তিই আমাদের সাহস।”
বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মজিবুর রহমান বলেন, “যে দলে জনগণের ভালোবাসা আছে, তাকে কোনো দমননীতি দমাতে পারবে না।”
সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাবেক কালিয়াকৈর পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদ, এডভোকেট কামরুজ্জামান কামরুল , সাবেক সাংগঠনিক সম্পাদক কালিয়াকৈর উপজেলা বিএনপি।
দিনব্যাপী এ আয়োজনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি পুরো এলাকা উৎসবমুখর করে তোলে। সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশ নেন।
সমাবেশ শেষে নেতারা একযোগে ঘোষণা দেন—
“বাংলাদেশের মানুষ গণতন্ত্রবিহীন থাকতে রাজি নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি’র আন্দোলন চলবেই।”