গাজীপুর প্রতিনিধি
কোনাবাড়িতে গার্মেন্টস শ্রমিক নিহত: তথ্য নিতে গিয়ে সাংবাদিকদের হেনস্তা, ওসির অশোভন আচরণ
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় গ্রীনল্যান্ড গার্মেন্টসে এক শ্রমিক নিহতের ঘটনায় তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করেছেন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন।
শনিবার (২৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে দৈনিক যুগান্তরের প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম ও চ্যানেল এস এর প্রতিনিধি মো. সালাউদ্দিন আহমেদ কোনাবাড়ি থানায় তথ্য নিতে গেলে ওসি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং “চ্যাটের সাংবাদিক” বলে কটাক্ষ করেন।
ঘটনার কিছু অংশ গোপনে ক্যামেরায় ধারণ করা হলে ওসি বিষয়টি জানতে পেরে পরে ফোনে সাংবাদিক সালাউদ্দিন আহমেদকে হুমকি দেন। এমনকি পরবর্তীতে থানায় গেলে মোবাইল ও ক্যামেরা গেটে জমা দিতে হবে বলেও নির্দেশ দেন তিনি।
এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।