গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়, কালিয়াকৈর উপজেলা ও পৌরসভা নিয়ে গাজীপুর-১ আসনের দাবিকে উপেক্ষা করার প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিলে শতাধিক নারী- অংশ নেন। এ সময় তারা স্লোগান দেন—
কালিয়াকৈরের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
নব্বরাজাকার-মিরজাফর দের কোনো স্থান এই মাটিতে নেই।”
প্রতিবাদকারীরা অভিযোগ করেন, কালিয়াকৈরের ন্যায্য দাবি উপেক্ষা করে জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। তারা বলেন, পেছন থেকে ছুরি মেরে কালিয়াকৈরের মানুষের অধিকার খর্ব করা হয়েছে। আমরা আর চুপ থাকব না।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি মেনে নেওয়া না হলে পুরো কালিয়াকৈরে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।